প্রকাশিত: ১১ মে ২০২৫ , ০২:২১ এ এম
অনলাইন সংস্করণ
ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই পদক্ষেপের জন্য উভয় দেশের নেতৃত্বকে অভিনন্দন জানান তিনি।
১০ মে শনিবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির সিদ্ধান্তের জন্য আন্তরিক সাধুবাদ জানাই। একইসঙ্গে এই কার্যকর মধ্যস্থতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রুবিওর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ তার দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সব ধরনের মতপার্থক্য নিরসনে সর্বদা সমর্থন জুগিয়ে যাবে।
এর আগে এদিন সন্ধ্যায় স্থল, সমুদ্র ও আকাশপথে সব ধরনের সামরিক অভিযান বন্ধে সম্মত হয় ভারত ও পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে এস জয়শঙ্কর লেখেন, গুলিবর্ষণ ও সামরিক কার্যকলাপ বন্ধ করার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে ভারত ও পাকিস্তান। ভারত সর্বদা সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন অবস্থান বজায় রেখেছে। ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।
অন্যদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দায় অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পাকিস্তান সর্বদা তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস না করে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সচেষ্ট থেকেছে।’