ঢাকা অফিস

প্রকাশিত: ০৩ মে ২০২৫ , ১১:০০ এ এম

অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে শঙ্কা : জানালো বিসিবি

আগামী আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ-ভারত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ বাতিলের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। বিসিসিআইয়ের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে বিসিবির।

বাংলাদেশ-ভারতের সম্পর্ক এখন আগের মতো নেই। যদিও প্রকাশ্য কোনো দ্বন্দ্বে জড়ায়নি দুই দেশ, তবে ঠাণ্ডা মাথার শীতল লড়াই চলছে দুই প্রতিবেশীর মাঝে। তার উত্তাপ ছুঁয়েছে এবার ক্রিকেটেও। শঙ্কায় বাংলাদেশ-ভারত সিরিজ।

যদিও ভারত বা বিসিসিআই থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি, তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছে বাংলাদেশ সরকার। বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তারা। এদিকে যথাসময়ে খেলা মাঠে গড়ানো নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘদিন মাঠে গড়ায় না পাকিস্তান-ভারত দ্বিপক্ষীয় সিরিজ। অবস্থা বিবেচনায় সহসাই আর দেখা হবার সম্ভাবনাও নেই। ‘কাশ্মির’ ইস্যুতে দুই দেশ এখন যুদ্ধের মুখে।

তিন দেশের এমন ‘শীতল-গরম’ রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়তে পারে আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজে। আগস্টে পূর্ব নির্ধারিত সফরে বাংলাদেশে নাও আসতে পারে ভারত। ভারতের গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ দাবি করছে তেমনটাই।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, সাম্প্রতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ-ভারত সিরিজ অনিশ্চিত হয়ে উঠেছে। বাংলাদেশ সফরে নাও আসতে পারে ভারত।

মূলত পাকিস্তানের সাথে ভারতের দ্বন্দ্বে বাংলাদেশের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে এমন আশঙ্কা করেছে গণমাধ্যমটি। যেখানে তারা বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের ব্যক্তিগত মন্তব্যকে উদ্ধৃতি হিসেবে ব্যবহার করে।

যেখানে দেখা যায়, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এল এম ফজলুর রহমান তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি।’

সেই অবসরপ্রাপ্ত মেজর জেনারেলকে বর্তমান অন্তর্বর্তী সরকারের খুব ঘনিষ্ঠ একজন দাবি করে টাইমস অব ইন্ডিয়ার ‘আন্তঃসীমান্ত উত্তেজনা উপমহাদেশের ক্রিকেটসূচি ব্যাহত করতে পারে’ শিরোনামের প্রতিবেদনটি প্রকাশ করে।

তবে সেই ফেসবুক পোস্টের বিষয়ে আজ (শুক্রবার) একটি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলতে চায় যে- মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমানের সাম্প্রতিক মন্তব্যগুলো তার ব্যক্তিগত।

এসব মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন ঘটায় না এবং তাই সরকার কোনোভাবেই এ ধরনের বক্তব্যকে সমর্থন করে না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ সব জাতির সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

বিষয়টি নিয়ে মুখ খুলেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। সিরিজ মাঠে গড়ানো নিয়ে কোনো সমস্যা দেখছে না তারা। শঙ্কা উড়িয়ে দিয়ে বরং আশার কথা শুনিয়েছেন বিসিবির অপারেশন্স বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম।

বলেন, আগামী আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ-ভারত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ বাতিলের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। বিসিসিআইয়ের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে বিসিবির।

উল্লেখ্য, আইসিসির পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী আগস্টে ৩টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। এখন পর্যন্ত সেভাবেই চলছে সবকিছু।