ঢাকা অফিস

প্রকাশিত: ১৩ মে ২০২৫ , ০৫:০৪ পিএম

অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রোভিসি ট্রেজারারকে অপসারণ

একদল শিক্ষার্থীর আন্দোলনের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন, উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানি ও ট্রেজারার মো. মামুন অর রশিদকে অপসারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তারা হলেন অধ্যাপক শুচিতা শরমিন, অধ্যাপক গোলাম রব্বানি ও অধ্যাপক মামুন অর রশিদ।

তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজ নিজ পদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

একইসঙ্গে নতুন ভিসি নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ১৩ মে মঙ্গলবার রাতে তাদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম।